জীবননগরে দুইটি মোবাইল কোর্টের অভিযান : মাস্ক না পরায় ৮ জনের ৩ হাজার টাকা জরিমানা

জীবননগর ব্যুরো: মুখে মাস্ক ব্যবহার না করে ব্যবসা পরিচালনা করায় ৩ ব্যবসায়ী ও ঈদ শপিং করতে আসা ৩ খরিদ্দারসহ ৮ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগরে পৃথক দুইটি মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে। এ সময় ব্যবসায়ী ও খরিদ্দারসহ সকলকে মুখে মাস্ক পরার জন্য তাগিদ দেয় মোবাইল কোর্টের বিচারকদ্বয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন বিকেলে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে মুখে মাস্ক ব্যবহার না করে ব্যবসা পরিচালনা করায় ৩ ব্যবসায়ী ও মুখে মাস্ক না দিয়ে শপিং করতে আসা এমন ৫ জন খরিদ্দারকে ১ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন পৃথক আরো একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন। একই রকম অভিযোগে ব্যবসায়ীসহ ৩ খরিদ্দারকে ১ হাজার ৩শ’ টাকা জরিমানা করেন। মোবাইল কোর্টের বিচারকদ্বয় এসময় মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে মুখে মাস্ক পরিধান করার জন্য আহ্বান জানান।

Comments (0)
Add Comment