সৌন্দর্যের লীলা ভূমি শিবনগরের ডিসি ইকোপার্কে ঈদের ২য় দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

রতন বিশ্বাস: করোনা মহামারীর বিধিনিষেধের কারণে প্রায় দুই বছর ঈদের আনন্দ উপভোগ করতে না পারায় এবার ঈদুল ফিতরের ২য় দিন বিকেলে দামুড়হুদা উপজেলার শিবনগরের ডিসি ইকোপার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ডিসি ইকোপার্কের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্তের হাজার হাজার মানুষ এখানে এসেছিলেন। বিকেল হতে না হতেই পুরো এলাকায় পরিণত হয় জনসমুদ্রে। পার্কের মনোরম দৃশ্য উপভোগ করতে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন এখানে। মোটরবাইক, ব্যাটারিচালিত ভ্যান, করিমন, মাইক্রোবাস, প্রাইভেটকারে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে অনেকে ঘুরতে এসেছিলেন এখানে। বিভিন্ন স্থান থেকে এলাকায় ঈদ করতে আসা মানুষের মিলনমেলায় পরিণত হয় ইকোপার্কে। কার্পাসডাঙ্গার মোঃ জনি জানান, পার্কের মনোরম দৃশ্য উপভোগের জন্য পরিবারের সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি। পার্কের পাশে অবস্থিত বিলে ইঞ্জিনচালিত নৌকায় ঘুরে আনন্দ উপভোগ করেছি। এছাড়া দু’পাশের সৌন্দর্য উপভোগ করেছি। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বলেন, বর্তমানে ইকোপার্কটি প্রকৃতিপ্রেমী মানুষদের বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। সৌন্দর্যের লীলা ভূমি ডিসি ইকোপার্কে প্রতিদিন দূর দূরান্ত হতে দর্শনার্থীদের সমাগম ঘটছে। সবুজের বিস্তারের মাঝে রয়েছে রঙ-বেরঙের বাহারি ফুল। বিনোদনের ব্যবস্থাটি অনেক সুন্দর। এখানে বনভোজনের জন্য রয়েছে অনেকগুলো স্পট। নদীর পাড়ে রয়েছে বিশ্রামগৃহ। বিলের তীরে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো। এখানে না আসলে বোঝা যাবে না এর সৌন্দর্য কতো। ছুটির দিনে প্রকৃতির প্রেমে মাততে এখানে শতশত প্রকৃতিপ্রেমীরা আসেন। ঈদের ২য় দিন এখানে মানুষের ঢল দেখে আমি বিস্মিত হয়েছি।

Comments (0)
Add Comment