টিপ্পনী

মধ্যবিত্ত

-আহাদ আলী মোল্লা

কারোর কাছে চাইনে মাগার
আর পারিনে চলতে,
নিজের এমন দুখের কথাও
না পারি হায় বলতে।

ঘরের ভেতর কষ্ট এখন
দেখছে না কেউ চক্ষে,
এই সংসার চালিয়ে নেয়াও
কঠিন আমার পক্ষে।

বাইরে সবাই ভালোই বলেন
ভেতরটা টের পান না
পকেটটা শেষ হাতের পাঁচও
চলছে চাপা কান্না।

নানান অভাব আকালে রোজ
যাচ্ছে কেঁদে চিত্ত,
ভাবছো বোধ হয় লকডাউনে
সুখেই মধ্যবিত্ত?

সূত্র: (মধ্যবিত্তের চাপা কান্না দেখছে না কেউ)

Comments (0)
Add Comment