টিপ্পনী – চালাকি

টিপ্পনী
চালাকি

চাল নিয়ে আর কেউ কোরো না
অমন মজার চালাকি
গরিব লোকই বোঝে-কেবল
পেটের খিদের জ্বালা কী!

গুদাম বোঝাই চাল রয়েছে
উঠছে না চাল হাঁড়িতে
শুকোচ্ছে পেট ক’মাস ধরে
লাগলো আগুন নাড়িতে।

মহাজনের তেলসমাতি
যায় রোজই দাম বাড়িয়ে,
গড়ছে টাকার পাহাড় তায়
কলকাঠিকে নাড়িয়ে।

রোজগারে নেই বাড়তি টাকা
বাজার বাজার বিষে,
আমজনার গা ঘোর ঘোর
হারায় কেবল দিশে।

Comments (0)
Add Comment