টিপ্পনী – বর্গী

আহাদ আলী মোল্লা

বর্গী
আহাদ আলী মোল্লা

গরিব মানুষ পাচ্ছে না চাল
মেম্বারেরা খাচ্ছে;
বস্তা বোঝাই চাল যত সব
ওদের বাড়ি যাচ্ছে।

ওরাই আবার সমাজপতি
খারাপ ওদের মতিগতি
সরকারি চাল খেয়ে খেয়ে
বাড়ির সবাই নাচছে।

লুটিংপাটিং মারিং কাটিং
কবে কখন থামছে;
গরিব লোকের কপাল মাথা
নানানভাবে ঘামছে।

হয় কেন রোজ চাউল চুরি
বিচ্ছিরি এই জারিজুরি
সেই পুরাতন বর্গী আবার
এই দেশে কি নামছে?

সূত্র:(মুজিবনগরে মেম্বারের বাড়িতে নেয়ার সময় ভিজিএফ’র চাল জব্দ)

Comments (0)
Add Comment