টিপ্পনী

নইলে
-আহাদ আলী মোল্লা

কার কথা আর কে বা শোনে
সবার কথাই বাদ,
মানছে না কেউ কারোর কথা
শিষ্য বা ওস্তাদ।

আসছে ভয়াল কঠিন দিনই
যাচ্ছে করা আঁচ,
পৌঁছে গেছে ঘরের দোরে
করোনা ভাইরাস।

ভাব ফুটানি মেরো না আর
কিসের এত গান,
আজকে না হোক কালকে ঘায়েল
যাও হয়ে সাবধান।

দূরত্বটা বজায় রাখো
তাতেই যাবে বাঁচা,
নইলে কিন্তু সব বাবাজির
যাবেই খুলে কাছা।

সূত্র: (সামাজিক দূরত্ব না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা)
# # # # # # # #
(১২.০৫.২০২০)

Comments (0)
Add Comment