ডিলার ও চাষি 

টিপ্পনী

টিপ্পনী

ডিলার ও চাষি 

আহাদ আলী মোল্লা

ডিলার বাবুর মগজ বোঝাই
প্রমাণ দিলেন কাজে,
হাজার রকম বুদ্ধি ঘোরান
ব্রেনের ভাঁজে ভাঁজে।

সারের যখন চাহিদা বেশ
চাষির বাজান বারো,
দাম বাড়াতেই আড়াল করেন
সব ধরনের সারও।

দেশের মানুষ দেশের জিনিস
পাইনে সঠিক দামে,
ডিলার বাবুর ঈমান কেবল
নিচের দিকেই নামে?

চাষির সরল জীবন যাপন
মাঠে করেন চাষ,
সেই চাষিদের কায়দা রকম
ডিলাররা দেয় বাঁশ!

সূত্র:(ডিলারদের কারসাজিতে সারের কৃত্রিম সঙ্কট)
Comments (0)
Add Comment