জীবননগরে আউশে ও পাট বীজে প্রণোদনা পেলেন প্রায় সাড়ে চার হাজার কৃষক 

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার প্রায় সাড়ে ৩ হাজার আউশ ধানের প্রান্তিক চাষি ও এক হাজার জন পাট চাষি সরকারি প্রণোদনার সার ও বীজ পেয়েছেন। গতকাল রোববার উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের হাতে এ রাসায়নিক সার ও বীজ তুলে দেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামান।

২০২২-২০২৩ অর্থ বছরের খরিফ/২০২৩-২৪ মরসুমে পাট ও উফসী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ এবং আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। অনুষ্ঠানে ৩ হাজার ২৯০ জন আউশ ধান চাষিকে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ১হাজার জন পাট চাষিকে পাট বীজ বিনামূল্যে প্রদান করা হয়।

 

Comments (0)
Add Comment