চুয়াডাঙ্গায় অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন ও ফুটবল প্রশিক্ষণের সমাপনী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন ও ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন ও ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার, সদর উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আয়নাল হোসেন ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ক্রীড়া সংগঠক ইসলাম রকিব। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা শহরের ৫টি বিদ্যালয়ের ২৫ জন প্রশিক্ষণার্থীকে থেকে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ প্রদান করা হবে। একই কর্মসূচির আওতায় মাসব্যাপী জেলার ৪০ জন ফুটবলারকে প্রশিক্ষণ প্রদান করা হয়। গতকাল সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। মাসব্যাপী ফুটবল প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির কোচ পরিচালক এবং ঢাকার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক অধিনায়ক তরিকুল ইসলাম তরু।