ঘুমের মধ্যে ‘হঠাৎ বৃষ্টি’র পরিচালকের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ঘুমের মধ্যে মারা গেলেন ভারতের বর্ষীয়ান এই চলচ্চিত্র পরিচালক বাসু চ্যাটার্জি। গতকাল বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই নির্মাতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বাসু চ্যাটার্জি। সান্তাক্রুজের নিজ বাসভবনে ঘুমে থাকাবস্থায় মৃত্যুবরণ করেন বাসু চ্যাটার্জি। ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের (আইএফটিডিএ) প্রেসিডেন্ট অশোক প-িতের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘সকালে ঘুমের মধ্যে মারা যান বাসু চ্যাটার্জি। বার্ধক্যজনিত কারণে কিছু দিন ধরে তার শরীরের অবস্থা ভালো যাচ্ছিলো না এবং আজ তিনি তার বাড়িতে মারা যান। চলচ্চিত্র অঙ্গনের জন্য এটি একটি বিরাট ক্ষতি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ধরেই ঘরবন্দি। প্রত্যেকটা দিন যায় মৃত্যুর সংবাদ শুনে। প্রিয়জনের মৃত্যুর সংবাদ অনেক বেদনাদায়ক। আজ সকালে ঘুম ভেঙে এমন একটি মানুষের মৃত্যুর সংবাদ শুনবো, আশা করিনি। তার কাছে আমি অনেক পেয়েছি, অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। ভারতের এক বন্ধুর কাছ থেকে মৃত্যুর খবরটা জানতে পারি সকালে। খবরটা শুনে খুবই মর্মাহত হয়েছি। হঠাৎ বৃষ্টি শুধু আমার কাছে নয়, দুই বাংলার দর্শকের কাছেও স্পেশাল।’

Comments (0)
Add Comment