মা’কে নিয়ে অপি করিমের গান

অপি করিম মূলত অভিনিয় শিল্পী। গানও গান। তার প্রমাণ দিলেন এবাররে মে দিবসের দ্বিতীয় রোববার। মা দিবস উপলক্ষে সামাজিক অনলাইনে প্রকাশ পেল তার গাওয়া গান ‘আড়ালে গুনগুন’। পৃথিবীর সকল মায়ের ইচ্ছাপূরণ হয়ে যাক- এ কামনায় গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। গানের কথা লেখার পাশাপাশি এর সুর করেছেন স্থপতি, চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজন করেছেন আটামনাল মুন।
কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে পরিচিত করা কিংবা আলোচনায় আসার জন্য নয়, মায়ের ইচ্ছাপূরণ এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে গানটি গাওয়া বলে মন্তব্য করেছেন অপি করিম। তিনি বলেছন. কেমন হয়েছে, তা নিয়ে ভাবিনি। পৃথিবীর সব মায়ের প্রতি গভীর ভালোবাসা রেখেই গানটি গেয়েছি। গানের সুরকার এনামুল করিম নির্ঝর জানান, অপি করিমের মা চাইতেন লেখাপড়া, অভিনয়ের পাশাপাশি গানটাও যেন সে চর্চা করে। কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তার মায়ের জন্মদিন সামনে, শুনে তিনি একটা গান লিখে সুর দিয়ে দেন। আটামনাল মুন তার মতো করে সংগীতায়োজন করে দিলে অপি মাকে গানটা গেয়ে শোনান জন্মদিনের উপহার হিসেবে। পৃথিবীর সকল মায়ের আকাঙ্ক্ষা পূরণ হোক যেভাবে যতটা সম্ভব’- এই প্রত্যাশা নিয়েই মা দিবস উপলক্ষে গানটি অনলাইনে প্রকাশ করা হয়েছে।

Comments (0)
Add Comment