অরিন্দম চুয়াডাঙ্গার সপ্তদশ দ্বি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত এবং কার্যকরী পরিষদ গঠন।  

বাঙালী সংস্কৃতির প্রগতিশীল বিকাশ চাই-এই প্রত্যয়ে ব্রতী হয়ে ১৯৮৬ সালের ২৫ অক্টোবর অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, চুয়াডাঙ্গা’র জন্ম। এবং প্রতি দুই বছর অন্তর সংগঠনটি দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গতকাল শুক্রবার, ১৮ জুন সকাল ১০ টা থেকে চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে অরিন্দম চুয়াডাঙ্গার সপ্তদশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে-  অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক জেলা কমান্ডর, অরিন্দম চুয়াডাঙ্গার সাবেক সভাপতি নুরুল ইসলাম মালিক এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বজলুর রহমান জোয়ার্দার। সংগঠনের সাধারন সম্পাদক আব্দুস সালাম সৈকতের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি শাওন কুমার রায়, উদীচী জেলা শাখার হাবিবি জহির রায়হান সহ বিভিন্ন ব্যক্তিত্ব জ্ঞানগর্ভ আলোচনা করেন।  এরপর কাউন্সিল পর্বে- অরিন্দমের গঠনতন্ত্র  অনুযায়ী সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে, আগামি ২ বছর  (১৪২৮-১৪২৯ বঙ্গাব্দ) মেয়াদে নিম্নে বর্নিত নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়-  সভাপতি- নুরুল ইসলাম মালিক, সহ-সভাপতি আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক- আব্দুস সালাম সৈকত, সহ-সাধারণ সম্পাদক হিরণ-উর রশীদ শান্ত, অর্থ সম্পাদক- মনিরুজ্জামান মানিক, নাট্যসম্পাদক- ইয়াকুব আলী জোয়ার্দার, দপ্তর ও তথ্য-যোগাযোগ সম্পাদক- আমিনুজ্জামান সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক- দেলোয়ার হোসাইন বাপ্পী, নৃত্য ও সংগীত সম্পাদক- সুমিতা দে, সমাজসেবা সম্পাদক- সেলিমুল হাবিব, নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- বজলুর রহমান জোয়ার্দার, হারুন-অর রশীদ, মামুন-আল মাসুদ, অজয় কুমার পাল এবং আলী হোসেন।
Comments (0)
Add Comment