কার্পাসডাঙ্গায় কবি নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় দাস

শরিফ রতন : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় দাস। আজ রবিবার বেলা ১২ টার দিকে তিনি স্বপরিবারে  পরিদর্শন করেন। এসময় তিনি কবি নজরুল ইসলামের থাকা ঘর এবং তাল পুকুর ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, কবি নজরুল তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে এদেশের মানুষকে মুক্তিসংগ্রামে অনুপ্রাণিত করেছেন, জাগ্রত করেছেন বাঙালি জাতীয়তাবোধ। বিদ্রোহী কবির অগ্নিঝরা কবিতা ও গান মহান মুক্তিযুদ্ধে ছিল অনন্ত প্রেরণার উৎস। শুধু কবিতাতেই নয়, গান রচনায় নজরুল অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি প্রায় তিন হাজার গান রচনা ও সুর করেছেন। এক রাগের সঙ্গে অন্য রাগের মিলন ঘটিয়ে সংগীতে এক নতুন ধারার সৃষ্টি করেছেন। ছোটগল্প, উপন্যাস, গান, নাটক লিখলেও মূলত কবি হিসেবেই তিনি বেশি পরিচিত। আজীবন বিদ্রোহী দৃষ্টিভঙ্গি আর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠের কারণে তিনি ভ‚ষিত হন ‘বিদ্রোহী কবি’ হিসেবে। তিনি তার কবিতার বাণীতে তুলে ধরেন নিপীড়িত মানুষের কথা। অন্যায়-অবিচারের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার ছিলেন নজরুল। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহি উদ্দিন, আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, মধু বিশ্বাস, দামুড়হুদা উপজেলা প্রশাসন কার্যলয়ের আইসিটি টেকনিশিয়ার খায়রুল কবির দিনার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্নসম্পাদক রতন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, ছাত্রলীগনেতা সুলতান মাহমুদ, ফরিদুজ্জামান রানা।

Comments (0)
Add Comment