কুষ্টিয়ায় শতবর্ষের পরিমল থিয়েটার দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি: সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার শতবর্ষের ঐতিহ্যবাহী পরিমল থিয়েটার প্রভাবশালীদের দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে ‘পরিমল থিয়েটার’র সদস্যসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এ মানববন্ধনে অংশ নেন। পরিমল থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমাননের সভাপতিত্বে এ কর্মসূচিতে নেতৃবৃন্দরা বলেন, জেলার শতবর্ষের ঐতিহ্যবাহী এ সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মীরা এখানে সাংস্কৃতিক চর্চা করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন। অথচ বর্তমানে রাজনৈতিক প্রভাবশালীদের মদদে একটি দুর্বৃত্তচক্র প্রতিষ্ঠানটিকে জাল জালিয়াতির মাধ্যমে দখল করে সেখানে বহুতল মার্কেট নির্মাণ করে প্রতিষ্ঠানকে অস্তিত্বহীন করে ফেলেছে। এ ঘটনার মধ্যদিয়ে কার্যত: শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পথরোধ করে আগ্রাসন চালানো হচ্ছে। অবিলম্বে প্রতিষ্ঠানটিকে দখল ও আগ্রসন মুক্ত করে সংস্কৃতি কর্মীদের শিল্প চর্চার দ্বার খুলে দেয়ার দাবি বক্তাদের।

Comments (0)
Add Comment