জীবননগরে ‘শেকড়ের খোঁজে’ বইয়ের মোড়ক উন্মোচন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার খয়েরহুদায় অধ্যাপক ড. মনজুর রহমান আজাদ রচিত ও সম্পাদিত ‘শেকড়ের খোঁজে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পিতবার দুপুরে খয়েরহুদা শিক্ষক ফোরাম কার্যালয়ে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন খয়েরহুদার প্রবীণ গুণিজন ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আব্দুস শুকুর মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বইটিতে খয়েরহুদার ইতিহাস-ঐতিহ্য ও ভাষা’ সন্নিবেশিত করা হয়েছে।
খয়েরহুদা শিক্ষক ফোরামের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমান ছট্টু, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক আল হাসান মো. আব্দুস সালাম, প্রবীণ শিক্ষক আয়নাল হক, তোফাজ্জেল হোসেন, মকবুল হোসেন, সাখাওয়াত হোসেন, অ্যাড. নাসির উদ্দিন ও শিক্ষক আহমেদুল হক তুহিন। কাশেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেকড়ের খোঁজে বইয়ের রচয়িতা ইসলামী বিশ^াবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান আজাদ। খয়েরহুদা শিক্ষক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বইয়ের সম্পাদনা সহকারী দর্শনা ডিএস ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল হোসেন।

Comments (1)
Add Comment
  • মোঃ হাফিজুর রহমান

    শেকড়ের খোঁজে বইটি ঢাকা থেকে কিভাবে পেতে পারি?