টিপ্পনী – কিস্তি

-আহাদ আলী মোল্লা

কিস্তি

আহাদ আলী মোল্লা

এনজিওদের কিস্তি দিয়ে
পিস্তি জমে চোখে,
কোথাও ঘটে আত্মহনন
কাঁদছে মানুষ শোকে!

দায়ে পড়েই গাঁয়ের মানুষ
নিচ্ছে লোনের টাকা,
এনজিওরা কায়দা রকম
করছে হাদান ফাঁকা।

কিস্তি দেওয়ার দিন বা তারিখ
একটু ভুলে গেলে
এনজিও দেয় মামলা ঠুকে
যাচ্ছে গ্রাহক জেলে।

এই হলো মূল বাস্তবতা
বলবো কাকে খুলে
এনজিওরাই করলো খতম
কিস্তি তুলে তুলে।

সূত্র: (চুয়াডাঙ্গায় ঋণের টাকা পরিশোধ করেও খাটতে হলো জেল)
Comments (0)
Add Comment