টিপ্পনী – জবাব দে

আহাদ আলী মোল্লা

জবাব দে

আহাদ আলী মোল্লা

নদ-নদীতে বাঁধ দিয়ে মাছ
চাষ করে কোন কাকা;
কারা কামাই বছর বছর
হাজার হাজার টাকা।

এসব কিছুর খবর টবর
আমরা কি আর জানি,
অকারণেই চিল্লিয়ে রোজ
করছি ঘোলা পানি।

নদীর পানি থমকে দাঁড়ায়
জমছে মাটি সোঁতে,
মাছ খাওয়া হয় কর্তা বাবুর
কী আসে যায় ওতে।

বাঁধ সরাতেও পয়সা লাগে
পয়সা দেবে কে?
বাঁধ দিলো কে, তারা কোথায়
আমায় জবাব দে!

সূত্র: (আলমডাঙ্গার কুমার নদ থেকে বাঁধ অপসারণ)

Comments (0)
Add Comment