টিপ্পনী – পরিবেশ

আহাদ আলী মোল্লা

পরিবেশ

আহাদ আলী মোল্লা 

———————————————

জমির মাটি কাটছো এবং
বেচছো ইটের ভাটায়,
কার হাতে কও এসব কিছুর
রঙিন সুতো লাটাই?

যায় পরিবেশ ধ্বংস হয়ে
ইটের ভাটার দরুন,
একটা কিছু করতে এবার
নিজ হাতে হাল ধরুন।

ধ্বংস হচ্ছে ক্ষেতের ফসল
গাছ গাছালি জমির,
হয় দূষিত ঘর আঙিনা
হয় দূষিত সমীর।

ইটের ভাটায় সব গিলে খায়
খায় গিলে সে মাটি,
ইটের ভাটার মালিক করেন
ব্যবসা ফাটাফাটি।

Comments (0)
Add Comment