দামের মিশন

টিপ্পনী

টিপ্পনী
দামের মিশন

দামের বিগাড় মাথায় আমার
পকেট আমার খালি,
এই সুযোগে ব্যবসায়ীরা
দিচ্ছে হাতে তালি।

ভরছে ওরা ব্যাংক ও তবিল
আমরা পোড়াই ডিজেল মবিল
ওদের শরীর চকচকা হয়
আমার দেহে কালি।

চালের হাটে ডালের বাজার
ভাঙছে আমার কাঠি মাজার
জানেন কত মুরগি খাসি
ডিমের কত হালি?

দামের মিশন ঘর জ্বালালো
আকাল দেখে বউ পালানো
তাইতো আমি ব্যথায় কাতর
বুকটা ফালি ফালি।

সূত্র:(বিদ্যুতের দামে বাজার বেসামাল)

Comments (0)
Add Comment