প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মেহেরপুর অফিস : বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রীর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রী মেহেরপুর জেলা শাখার সভাপতি রেকসনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুমনা রহমান, রেক্সোনা, ফৌজিয়া আফরোজ তুলি, আতিয়া খন্দকার ইতি, বিধান চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক, ওস্তাদ করিম শাহাবুদ্দিন, বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রীর সহ-সভাপতি ফৌজিয়া তুলি, সহ-সাধারণ সম্পাদিকা সুলতানা রাজিয়া টনি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তবলা বাদক তুষার কান্তি সরকার, রাজিব আহমেদ, সুরুজ, নাসরিন আক্তার, নাজনীন আক্তার, শান্ত, লাজুক, অনিক, শ্রাবণী, এম সাইদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment