বাঁচার মতো

টিপ্পনী

টিপ্পনী
বাঁচার মতো

এত্ত সোনা আনছে কারা
কোথায় এসব যাচ্ছে
বাদ-প্রতিবাদ করে কী লাভ
খাওয়ার যারা খাচ্ছে!

আমরা থাকি শূন্য হাতে
খাসির মাথা ওদের পাতে
এই কারণেই মনটা ওদের
খুশির নেশায় নাচছে।

আমার পকেট কাটছে ডালে
কাটছে আটায় কাটছে চালে
আমার না হয় পেটে খিদে
ওরা সবাই পাচ্ছে।

দেশের সোনা দেশেই রাখো
আবোল তাবোল কোরো নাকো
দেশের মানুষ কজন বলো
বাঁচার মতো বাঁচছে?

সূত্র:(ফেলে দেয়া জুতোর মধ্যে কোটি টাকার স্বর্ণ)

Comments (0)
Add Comment