টিপ্পনী – অরাজক পরিস্থিতি 

আহাদ আলী মোল্লা

অরাজক পরিস্থিতি

আহাদ আলী মোল্লা

নগেন কাকার মন ভালো নেই
চালের বাজার চড়া,
তাই ইদানীং যায় দেখা তার
রুক্ষ মেজাজ কড়া।

কামলা খাটেন গতর ঘামান
নগদ নগদ পয়সা কামান
মুখটা তবু ভার;
চালের বাজার বাড়ছে ব্যাপক
বাড়ছে না রোজগার।

আয়ের গায়ের চলছে না ছাই
কঠিন জীবন যাচ্ছে,
জনখাটা লোক পরিস্থিতি
খুব বেশি টের পাচ্ছে।

হায়;
এই অরাজক পরিস্থিতির
চাই অবসান চাই।

সূত্র (বোরো ধানের ভরা মরসুমেও উত্তপ্ত চালের বাজার)
Comments (0)
Add Comment