করবো এখন কী
আহাদ আলী মোল্লা
প্রশ্ন ফাঁসের ঘটনা তো
নতুন কিছুই নয়,
দেশটা জুড়েই এমন লীলা
সকাল-বিকেল হয়।
এ কারবারে আছেন কারা
পয়সা লুফে নাচেন কারা
সব দাদা ভাই জানেন-
এই কথা কি মানেন?
সব প্রশ্নই ফাঁস হয়ে…
তাতে কি আর
আহাদ আলী মোল্লা
মাদকে যে কিসের মধু
মাছি করে ভনভন,
বার্মা থেকে ভারত থেকে
আসছে মাদক টনটন।
এই মাদকে যাচ্ছে ডুবে
যুবসমাজ রোজ,
উচ্চ মহল এসব কিছুর
রাখে না গো খোঁজ।
এই মাদকের গুষ্টি কিলাই…
কাছের মানুষ
আহাদ আলী মোল্লা
পরের পিঠা বেজায় মিঠা
সব মানুষই বলে,
পাতে বসে পাত কেটে খায়
মানুষ তলে তলে।
এরাও তোমার বন্ধু সেজে
কোমর কেটে খায়,
ওপরে খুব হেসে হেসে
কত যে গিদ গায়।
মানুষ চেনা বড্ড কঠিন
এই…
সবাই বলে ছি
আহাদ আলী মোল্লা
মদের রসে বিভোর হলে
মদের রসে মজলে,
সারা জীবন মাদক মাদক
শুধু মাদক ভজলে।
হাঁটলে পথে মাতাল হয়ে
ক্ষীপ্ত তেজি দাঁতাল হয়ে
করলে গালাগালি,
বেহুঁশ হয়ে ঢলে ঢলে
হাসলে ফালি ফালি।
নেই…
পাবেন মজার খবর
আহাদ আলী মোল্লা
কম দিয়ে বেশ চলে যদি
দেবেন কেন বেশি,
এই আচরণ নতুন তো নয়
খুব পুরোনো; দেশি।
চালাক চতুর ধূর্ত সেয়ান
মেরে খাওয়ার বড্ড ধেয়ান
এই হলোগে কাম,
বড় স্যারের পকেট ভরে
নেয় ছোট বদনাম।
কেউ…
হায় রে আজব দেশ
আহাদ আলী মোল্লা
দিনদুপুরে মানুষ গায়েব
অপহরণ করলো কারা,
পুলিশ কিছুই জানে না গো
তাকে হঠাৎ ধরলো কারা।
হচ্ছে মানুষ হাওয়া;
এ তল্লাটে খুঁজে খুঁজে
যায় না তাকে পাওয়া-
পরিবারে কান্নাকাটি
বন্ধ নাওয়া…