আলমডাঙ্গা ব্যুরো: আজ ১০ ডিসেম্বর আলমডাঙ্গা বধ্যভূমি পার্ক নির্মাণ কাজের উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল ১০টায় তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিতব্য ওই পার্ক নির্মাণ কাজ উদ্বোধন করবেন।
জানা যায়, আলমডাঙ্গা বধ্যভূমির সীমানা পাঁচিল থেকে উত্তর দিকের জান্নাতুল বাকী গোরস্থানের সীমানা অবধি বিস্তৃত হবে নির্মিতব্য পার্কটি। এদিকে, আলমডাঙ্গা বধ্যভূমি পার্ক নির্মাণের সংবাদে আনন্দিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে অনেককেই। আলমডাঙ্গা পৌর এলাকার আয়তন অনেক বিস্তৃত হলেও এ শহরে নেই কোনো চিত্ত বিনোদনের স্থান। উপজেলার একমাত্র শিশুপার্ক রয়েছে পৌর এলাকার বেশ দূরে মোনাকষা গ্রামে। ক্রমবর্ধমান এ শহরে শিশুসহ নাগরিকের চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থা নেই। ফলে শ্রদ্ধা ও বেদনায় একাকার এ বধ্যভূমির মনোরম পরিবেশটাকেই তারা চিত্ত বিনোদনের স্থান ভেবে নিয়েছে। ফলশ্রুতিতে, এ পবিত্র স্থানের মর্যাদা অনেক সময় ভুলুণ্ঠিত হয়ে পড়ে। অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। এ বধ্যভূমির পাশে এ পার্কটি নির্মিত হলে ভবিষ্যতে বধ্যভূমি অবমাননাকর ঘটনারোধ করা সম্ভব হবে বলেও অনেকে মনে করেন।