মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নে দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আবু শামা জোয়ার্দ্দার (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বাধক্যজনিত কারণে নিজবাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিছানাগত ছিলেন। তিনি নতিডাঙ্গা গ্রামের মৃত বরকত আলী জোয়ার্দ্দারের ১০ ছেলের মধ্যে সবার বড় ছিলেন। তিনি ১৯৮২/৮৩ সালের দিকে সেনাবাহিনী চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর দুইবার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে এক ছেলে সন্তানের জনক ছিলেন তিনি। গতকাল রাত সাড়ে ৮টার দিকে মরহুমের নিজ গ্রাম নতিডাঙ্গা সপ্তগ্রাম স্কুলমাঠ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোনাতনপুর তানিস ভবনের সামনে রাত সাড়ে ৯টায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে সোনাতনপুর জান্নাতুল মাওয়া কবরস্থানের জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।