আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে একজনকে কারাদ-

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় পরিচালনা করে গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে প্রাগপুরের হালিমকে ১ বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেড হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের মৃত নাজির উল্লাহর ছেলে হালিম (৪০) দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওসমানপুর প্রাগপুর এলাকায় গাঁজা বিক্রি ও সেবন করে আসছিলো। গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানপুর ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে গাঁজা বিক্রিকালে ৪ পুরিয়া গাঁজাসহ হালিমকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারের নিকট সংবাদ প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হালিমকে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More