চুয়াডাঙ্গায় আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম

বাল্যবিয়ে পড়ালেই কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভার শুরুতেই কার্যবিরণী ও আইন-শৃঙ্খলা বিষয়ক জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বাল্যবিয়ে পড়ালেই কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। কোনো কাজী নিজ এলাকার বাইরে গিয়ে বিয়ে পড়াতে পারবেন না। যদি এমন খবর পাওয়া যায়, তাহলে কাজীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না। জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। মাদক বন্ধে অভিযানের পরিমাণ আরও বাড়াতে হবে। এ সময় তিনি আরো বলেন, করোনভাইরাসের সংক্রমণ এখন কম। তবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক বলেন, চুয়াডাঙ্গা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পুলিশ বিভাগ সর্বদা তৎপর। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় এই জেলার সার্বিক পরিস্থিতি ভালো রাখতে আমরা বদ্ধ পরিকর।
সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More