স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরে আরও একটি বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বাদ আছর চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ আবুল কাশেম সড়কের টাউন ফুটবল মাঠের বিপরীতে হাকিম খান টাওয়ার নামের এ ভবন নির্মাণ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র জেলা আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
মাইওয়ান মাই চয়েজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হাকিম খান ও তার সহধর্মিনী এবং সহোদর আব্দুল হান্নান খানের উপস্থিতিতে ভবন নির্মাণ কাজের শুভ সূচনা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দারসহ স্থানীয় সুধীদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন। ফিতে কেটে উদ্বোধন করার আগে মিলাদ মাহফিল পরিচালনা করেন বড় বাজারে জুনায়েদ আল হাবিবী। এ সময় আব্দুল হাকিম খান সকলের সহযোগিতা কামনা করেন। পাশে থাকা তার নিকটায়াত্মীয় এবং প্রতিষ্ঠানের চুয়াডাঙ্গার দায়িত্বে নিয়োজিত আব্দুল হালিম ময়না বলেন, ভবনটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ ৬ তলা বিশিষ্ট হবে। আধুনিক নকশায় নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন।