কার্পাসডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার এসএসসি ৮৫ ব্যাচের শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ রাজু এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন প্রাঙ্গনে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. তালিম হোসেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, আনোয়ার হোসেন, ওয়াহেদুল ইসলাম, মোতাহার হোসেন, রিচার্ড রহমান, মো. শ্যামল, কামাল উদ্দিন আহম্মেদ সান্টু, বকুল, সোনা, শুকেশ, ঝন্টু, রিপন, আদিল, লিটন চৌধুরী, মো. মিন্টু, বকুল, স্বপন ফৌজদার, মো. সোনা প্রমুখ। উল্লেখ্য, আগামী ২০২৩ সালে ২৮ জানুয়ারি তারিখে শিবনগর ডিসি ইকোপার্কে ৮৫ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হবে। মিলন মেলা সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় শেষে শ্যামলকে আহ্বায়ক ও করিম চেয়ারম্যানকে যুগ্ম-আহ্বায়ক এবং রিচার্ড রহমানকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়।