চুয়াডাঙ্গা পৌরসভার তালতলা ও ভিমরুল্লাহ এলাকার স্লাম প্রজেক্টের উন্নয়ন কাজ জনগণের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার তালতলা ও ভিমরুল্লাহ এলাকার স্লাম প্রজেক্টের উন্নয়ন কাজ অবমুক্ত ও হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে ওই এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য নির্মিত এ প্রজেক্ট অবমুক্ত করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এ সময় তিনি বলেন, আমি মেয়র না, আপনাদের সেবক হয়ে থাকতে চায়। সুখে দুখে আপনাদের পাশে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপক উন্নয়ন কাজ করছেন। সেই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় পৌরসভায়ও অনেক উন্নয়ন কাজ শুরু হয়েছে। আগে এসব এলাকায় বিদ্যুত ছিলো না, রাস্তাঘাট ছিলো না, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ছিলো না। এখন সব হয়েছে। আর সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। এখন আর রাতে আপনাদের অন্ধকারে চলাচল করতে হবে না। এই উন্নতমানের সৌরবিদ্যুতের লাইটের কারণে সব এলাকা আলোকিত থাকবে। আমাদের দেশের মানুষ এখন অনেক সুখে আছে। এখন আমরা উন্নয়নশীল দেশের মানুষ। আর সবই সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার কারণে। এ সময় তালতলা এলাকায় উন্নতমানের ১৬টি সোলার লাইটসহ বৈদ্যুতিক পোল ও ২২টি কমিউনিটি বাথরুম এবং ভিমরুল্লাহ এলাকায় উন্নতমানের ১৫টি সোলার লাইটসহ বৈদ্যুতিক পোল ও ১৩টি কমিউনিটি বাথরুম অবমুক্ত ও জনগণের ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরজ আলী শেখ, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, বস্তি উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুস সবুর খান প্রমুখ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More