জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় পার্চিং উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের গুপ্তপীরের মাঠে এ পার্চিং উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার শারমীন আক্তার। পার্চিং পদ্ধতি প্রয়োগের ফলে পাখি ধান ক্ষেত হতে ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে প্রকৃতির ভারসম্য রক্ষা করে। এর ফলে কীটনাশক খরচ কম হয়ে উৎপাদন খরচ কমে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওয়েভ ফাউ-েশনের সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে কেডিকে ইউনিয়ন যুব কমিটির উদ্যোগে এ পার্চিং উৎসবের আয়োজন করা হয়। এ দিন গুপ্তপীরের মাঠের প্রায় ৭০ বিঘা জমিতে যুবারা পার্চিং স্থাপন করতে সক্ষম হয়। পর্যায়ক্রমে এ মাঠের সকল ধান ক্ষেতে পার্চিং স্থাপন করা হবে। পাচিং এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেডিকে ইউনিয়ন লোকমোর্চার সভাপতি দাউদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়েভের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, দৈনিক প্রথম অলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শফিকুল আলম লিটন ও ইয়ুথ অ্যাসেম্বলীর আহ্বায়ক মিথুন মাহমুদ। উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা ইনামুল হক ও সমৃদ্ধি কর্মসূচির কেডিকে ইউনিয়ন সমন্বয়কারী নূরুল মোমেন রইচ বক্তব্য রাখেন।