দর্শনা অফিস: দর্শনার শান্তিপাড়ার নাদিমকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশি। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা থানার এসআই রাম প্রসাদ সরকার ও এএসআই বশির আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার জয়নগর স্কুলপাড়ায়। ওই পাড়ার ফয়েজের বাড়ির সামনে থেকে গ্রেফতার করেন দর্শনা শান্তিপাড়ার জসিম উদ্দিনের ছেলে নাদিম হোসেনকে (২৩)। পুলিশের দেয়া তথ্য মতে গ্রেফতারকৃত নাদিমের কাছ থেকে উদ্ধার করা হয় ২শ পিচ ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় এসআই রাম প্রসাদ সরকার বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃত নাদিমের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।