দামুড়হুদায় প্রতারক চক্রের সদস্য আলিফ গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার রামনগর গ্রামের প্রতারক চক্রের সদস্য আলিফকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের রামনগর গ্রামের ক্লাবপাড়াস্থ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিক নির্দেশনায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে থানার এসআই তৌহিদুর রহমান শেখ সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদার রামনগর গ্রামস্থ ক্লাব মোড় সংলগ্ন নিজ বসত বাড়ি থেকে কৌশলে প্রতারণার মাধ্যমে টাকা, স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়া চক্রের মূল হোতা একই গ্রামের রেজাউল হকের ছেলে আলিফ (৩৭) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বাজার সিটি ১০০মোটরসাইকেল, ৫৫টি ভুয়া মেমো ও নগদ ২হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুর রহমান শেখ বলেন, মঙ্গলবার বিকেলে দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের শরিফুল ইসলামের দোকান থেকে কৌশলে ৬০হাজার টাকা হাতিয়ে নেন। ওই ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, গ্রেফতারকৃত আসামি প্রতারণ চক্রের সক্রীয় সদস্য। সে বিভিন্ন সময়ে বিভিন্ন দোকানে গিয়ে ভুয়া মেমো দিয়ে দোকানে দোকানে আর্ডার কাটে এবং অর্থ হাতিয়ে নেই। ইতোপূর্বেও তাকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিলো। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More