ফেসবুক পেজে থাকছে না লাইক বাটন

মাথাভাঙ্গা ডেস্ক: প্রযুক্তি বাজারে নিজেদের আরও বেশি ঢেলে সাজাচ্ছে মেটার অন্যতম সামাজিক মাধ্যম ফেসবুক। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করবে জানা গেছে, এবার ফেসবুক পেজের ডিজাইনে আসছে বড় পরিবর্তন। ফেসবুক পেজে থাকবে না ‘লাইক’ বাটন। এর পরিবর্তে ‘ফলোয়ারস’ ফিচারটির ওপর ভিত্তি করে একটি পেজের ফ্যান সংখ্যা যাচাই করা হবে।

নতুন ধরনের কিউঅ্যান্ডএ (Q&A) ফরমেট যুক্ত হতে যাচ্ছে ফেসবুক পেজে। যা ফ্যানদের সঙ্গে আরও যুক্ত হতে সাহায্য করবে। এ ছাড়া উন্নতি আসতে যাচ্ছে বিভিন্ন টুলস ও ইনসাইটসেও। গত বছর থেকেই ফেসবুক পেজের এ নতুন ডিজাইন প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে অনেক ফেসবুক পেজে এ পরিবর্তন চলে এসেছে। বিশেষ করে অভিনেতা, লেখক ও ক্রিয়েটররা সবার আগে এ ফেসবুক পেজ ডিজাইন আপডেট পাবেন। ইংরেজি ভাষার ব্যবসায়িক পেজগুলোও এ ক্ষেত্রে বিশেষ প্রাধান্য পাবে। মূলত একটি পেজের জনপ্রিয়তাকে ভুলভাবে উপস্থাপন করে বলেই লাইক ফিচারটি সরিয়ে নেওয়া হচ্ছে। অনেক সময় একজন ব্যবহারকারী কোনো পেজ লাইক ঠিকই দেন, কিন্তু পেজ আনফলো করে রাখেন। এর ফলে পেজে লাইক থাকলেও পেজের কনটেন্ট ব্যবহারকারীর কাছে পৌঁছায় না।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More