আসন্ন ঈদ-উল- ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গায় এতিম ও পথ শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করলেন ডিসি-এসপি

স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদ-উল- ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গায় এতিম ও পথ শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। রোববার বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে পথ শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।  এসময় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩ থেকে ১৩ বছর বয়সী মোট ৬৬ জন পথ শিশুকে দেয়া হয় নতুন পোষাক।  এরমধ্যে ছেলে শিশু ৩১ জন ও ৩৫ জন মেয়ে শিশু ওই পোষাক পেয়েছেন।ঈদের নতুন পোষাক পাওয়া এক শিশু বলেন, ‘আমার বাবা মা নেই।  পথে পথেই থাকি। খোঁজ খবর নেয়ারও কেউ নেই।  মানুষের দেয়া খাবার খেয়ে জীবনযাপন করি।  আজ ঈদের নতুন পোষাক পেয়ে খুবই আনন্দ লাগছে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, এই ঈদে পথ শিশুদের পাশে থাকতে পেরে খুবই ভাল লাগছে। সমাজের প্রতি সকলেরই দায়বদ্ধতা রয়েছে। সেই দৃষ্টিকোন থেকে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে সকলের দাঁড়ানো উচিৎ।  তাদের কল্যাণে এগিয়ে আসা উচিৎ। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আমজাদ হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরআগে ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের (বালিকা) ৬৩ এতিম শিশুকে ঈদের নতুন পোষাক পৌঁছে দিয়েছেন।  ঈদে নতুন পোষাক পেয়ে খুবই আনন্দিত ছোট ছোট কোমলমতি শিশুরা। পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সমাজের সর্বস্তরের সামর্থবান মানুষ যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজের সুবিধা বঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More