চুয়াডাঙ্গায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির নবনির্বাচিত সদস্য রাজ্জাক খান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির নবনির্বাচিত সদস্য এমএ রাজ্জাক খান রাজ। এ কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার তিনি চুয়াডাঙ্গায় আসলেন। বেলা সাড়ে ১১টায় সরোজগঞ্জ বাজারে অভ্যর্থনা জানিয়ে গাড়িবহর সহকারে চুয়াডাঙ্গা শহরে প্রবেশ করেন এফবিসিসিআই পরিচালক এমএ রাজ্জাক খান রাজ। পরে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় তাকে শুভেচ্ছা জানান এমপি ছেলুন জোয়ার্দ্দার।
গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনার উপকমিটি গঠন করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটি অনুমোদন করেন। ওই কমিটির সদস্য নির্বাচিত হন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালক মিনিস্টার-মাইওয়ানের চেয়ারম্যান চুয়াডাঙ্গার সন্তান এমএ রাজ্জাক খান রাজ। কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার নিজ জেলা চুয়াডাঙ্গায় ফেরেন তিনি। বেলা ১২টায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সাক্ষাৎ করেন। সেখানে এমএ রাজ্জাক খান রাজকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। পরে পৌর শহরের পলাশপাড়ায় নিজ বাসভবনে পৌঁছুলে সেখানেও আওয়ামী লীগ-ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পৃথক সময়ে এমএ রাজ্জাক খান রাজের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাধারণ সম্পাদক মো. জানিফ ও পৌর কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিজবাড়িতে যাওয়ার আগে রাজ্জাক খান কবর জিয়ারত করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More