চুয়াডাঙ্গা অনলাইন মার্কেট পরিবারের দিনব্যাপী মিলন মেলা

উদ্যোগতাদের সাফল্য অর্জনে ধর্য্যধরে পরিকল্পিত পরিশ্রমের ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার: বগুড়ার দধি ঘরে বসেই পেতে চান? অনলাইনে টুক করে বলুন, হুট করেই পৌঁছে যাবে। খরচ? না না। অতোটা নয়, যতোটা বেশি ভাবছেন। চকলেট কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপন করবেন? যাপিত জীবনে এখন সবই অনলাইনে অর্ডার করে ঘরে বসে পাওয়া যায়। পছন্দ না হলে বদলানোরও সুযোগ যথেষ্ট। ভাবছেন- এরা আবার কারা? চুয়াডাঙ্গা অনলাইন মার্কেট বা সিওএম নামে ফেসবুক ভিত্তিক একটি পরিবার রয়েছে। এ পরিবারের ৩০ জন সদস্যের কেউ এডমিন, কেউ হোম মেড খাবার সরবরাহের দায়িত্বে। এ পরিবার গতকাল মিলিত হয় চুয়াডাঙ্গা আলুকদিয়ার ‘ক্যাফে সময়’ নামের রেস্টুরেন্টে। দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন।

প্রতিষ্ঠাতা পরিচালক আবু মুহিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভার আগে পরিবারভুক্ত সদস্যদের মধ্যে শামিমা আক্তার, মারুফা আল জান্নাত, তাহিরা হাসান, তানিয়া জামানের প্রস্তুতকৃত কেক কেটে মিলন মেলার মিষ্টিমুখ করা হয়। প্রধান অতিথিকে যেমন দেয়া সম্মাননা স্মারক, তেমনই পরিবারের দায়িত্বপালনকারী কয়েকজনের হাতেও তুলে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট। আয়োজনে উপস্থিতির মধ্যে শারমিন ইসলাম রাতুল লেডিস শোরুমের কথা বললেন, বগুড়া থেকে দই মিষ্টি এনে সরবরাহ করেন দধি মিষ্টি রোসিক ভোক্তাদের মধ্যে। রুপক নতুন উদ্যোক্তা, মিলিন আফরিনের রয়েছে বিউটি পার্লার, সোহেল রানা ছেলেদের পোষাক বিক্রেতা, হেলাল বিশ^াস মোবাইল এক্সপ্রেস, তানিয়া জামান কেক, পিজ্জা, নাস্তা, সবুজ সাবিত সিজেনাল ফল গুড় ইত্যাদি সরবরাহকারী, আফরিন এরা জামা কাপড়, মিম সুমাইয়া আরতি কসমেটিকস, ফারহানা শিউলী মেয়েদের পোষাক, জাকিয়া সুলতানা হোম মেড খাবার, তাহিরা হাসান কেক ও পিজ্জা, মমতাজ বেগম সাদিয়া হ্যান্ড পেইন্ট শাড়ি থ্রি পিস, উম্মি আব্দুর রহমান কেক, কাঞ্চন নাহার মেয়েদের কসমেটিক, মারুফা আল জান্নাত সকল প্রকার বাঙালী খাবার, সুমাইয়া জান্নাত অনামিকা হোমমেইড খাবার, আরমান মোমিন অর্গানিক ফুড যেমন ঘি, মধু ইত্যাদি, রুমন নাহার মেয়েদের পোষাক, সংগীর রয়েছে পোষাক বিক্রির ব্যবস্থা, সাদিয়া নূূর আরোহী কসমেটিক, জান্নাতুল শিফা শাড়ি থ্রিপিস, তানিয়া জোয়ার্দ্দার মেয়েয়েদের পোষাক, সুমাইয়া খাতুন হ্যান্ড পেইন্ট কাজ, সাবিহা আফরিন লেডিস শোরুম, লানী নাছরিন লেডিস আইটেমের শোরুম, শামিমা আক্তারের হোম মেড কেকসহ সকল প্রকারের খাবার ও তাসিব মেঘের হোম মেড খাবার।

প্রধান অতিথি তার বক্তব্যে নবীন প্রবীণ উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে নিজ নিজ অবস্থানে সকলের সাফল্য অর্জনে ধৈর্য্য ধরে পরিকল্পিত পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More