কার্পাসডাঙ্গা প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে রাস্তায় নেমেছে দামুড়হুদা থানা পুলিশ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়ে প্রচার অভিযান জোরদার করা হয়েছে।
বুধবার বিকেলে দিকে দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় এই প্রচার অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই বাকী বিল্লাহ। অভিযান চলাকালে সেকেন্ড অফিসার বাকি বিল্লাহ বলেন, অতি প্রয়োজন ছাড়া জনগণ যাতে বাড়ি থেকে বের না হয়। আমরা সেজন্য জনগণকে বাসা থেকে বের না হতে নিরুৎসাহিত ও সচেতন করতে এ অভিযান পরিচালনা করছি। দামুড়হুদা থানা এলাকায় এ অভিযান চলছে। করোনা ভাইরাস প্রতিরোধে এ সচেতনামূলক অভিযান চলমান থাকবে। এসময় দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি টিমের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলো।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ