নৌকার বিরোধিতা করবেন আর মুখে আ.লীগের স্লোগান দিবেন তা হতে পারে না

আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস ইউপি নির্বাচনের পথসভা ও গণসংযোগকালে টোটন জোয়ার্দ্দার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার আসন্ন নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৬ মার্চ। এ নির্বাচন উপলক্ষ্যে গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত দুটি ইউনিয়নের বিভিন্নস্থানে পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পথসভা ও গণসংযোগকালে সাধারণ ভোটারদের যেমন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পথসভা ও গণসংযোগকালে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দৃঢ় গতিতে এগিয়ে চলছে। মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মানেই উন্নয়ন। আওয়ামী লীগ করবেন আর নৌকার বিরোধিতা করবেন তা হতে পারে না। দলকে ব্যবহার করে নিজে আখের গুছাবেন এটা হতে পারে না। একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই জাতির জনকের মার্কা, বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা, জননেত্রী শেখ হাসিনার মার্কা, স্বাধীনতার মার্কা, উন্নয়নের মার্কা হচ্ছে নৌকা। যদি আওয়ামী লীগ করে থাকেন, দলকে ভালোবেসে থাকেন তাহলে তার মার্কা হবে নৌকা। নৌকার বিরোধিতা করবেন আর মুখে আওয়ামী লীগের সেøাগান দিবেন তা হতে পারে না। যদি এটা কেউ করে থাকেন তাহলে এখনও সময় আছে সংশোধন হয়ে যান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার অনুরোধ রাখছি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুজ্জামান, যুবলীগ নেতা শেখ সেলিম, টুটুল, শেখ সোহেল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান লাল্টু, নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মো. হায়াত আলীসহ ইউনিয়নের সকল নেতাকর্মী এবং আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বাদলসহ ইউনিয়নের সকল নেতাকর্মীবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More