পৌনে চার কেজি সোনার বারসহ পাচারকারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৩২ পিস স্বর্ণের বারসহ ইমাম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি-৫৮ মহেশপুর ব্যাটালিয়ন সদস্যরা। শনিবার সকালে যাদবপুর সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বি.কে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। ইমাম হোসেন যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে। বিজিবি-৫৮ মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল শাহীন আজাদ জানান, যশোরের চৌগাছা এলাকা থেকে মোটরসাইকেলে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামে অবস্থান নেয় বিজিবি। পরে সন্দেহ হলে বিদ্যালয়ের সামনে থেকে ৩২ পিস স্বর্ণের বারসহ ইমাম হোসেনকে আটক করা হয়। এ ছাড়াও চোরাকারবারে ব্যবহৃত মোটরসাইকেল ও ৭,৪০০ টাকা জব্দ করা হয়েছে। লেফটেন্যান্ট কর্ণেল শাহীন আজাদ বলেন, ইমাম হোসেনের কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত ৩২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার ওজন ৩ কেজি ৭১৯ গ্রাম এবং আনুমানিক মূল্য দুই কোটি ৬৪ লাখ ৫৮৫ টাকা। এর আগেও বিজিবি-৫৮ ব্যাটালিয়ন কয়েকটি স্বর্ণের চালান জব্দ করেছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। চোরাকারবারিরা যেন মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু পাচার করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। তিনি আরও জানান, আটক স্বর্ণ কারবারিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More