বামন্দীর শতবর্ষী মরা গাছ এখন মৃত্যু ফাঁদ

মাজেদুল হক মানিক: গাংনী উপজেলার বামন্দী বাজারের শতবর্ষী বটগাছ মারা গেছে বেশ কয়েক বছর আগেই। এখন গাছের শুকনো ডালগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। গাছের নিচ দিয়ে বাজারের প্রধান সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন অসংখ্য পথচারী। গাছটিকে তাই মৃত্যু ফাঁদ হিসেবেই দেখছেন স্থানীয়রা।
জানা গেছে, বামন্দী বাসস্ট্যান্ড থেকে উত্তরদিকে কাজিপুর ও তেঁতুলবাড়ীয়া সংযোগ সড়ক। এ সড়ক বামন্দী বাজারের মধ্য দিয়ে গেছে। আশেপাশের এলাকার মানুষ এ সড়ক দিয়ে প্রধান সড়কে যাতায়াত করেন। অপরদিকে বাজারের প্রধান সড়ক হিসেবে সকাল থেকে রাত পর্যন্ত এ সড়ক দিয়ে যাতায়াত করেন অসংখ্য মানুষ। সড়কের পাশে নজরুল টাওয়ারের পাশে বটবৃক্ষের অবস্থান। এক সময় ছায়াদায়ী এই বটবৃক্ষের অনেক কদর থাকলেও এখন তা অনেকটাই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।
বামন্দী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইছার উদ্দীন জানান, গাছটি শুকিয়ে গেছে বেশ আগেই। শুকনো জরাজীর্ণ ডালপালা নিয়ে ভগ্নদশায় দাঁড়িয়ে আছে কালের সাক্ষী এই বটবৃক্ষ। মাঝে মাঝেই এর ডালপালা ভেঙে পথচারীদের মাথায় পড়ে। এতে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। গেল কয়েকদিন আগে পথচারী একটি ভ্যানের সামনে ডাল ভেঙে পড়ে। ভ্যানভর্তি যাত্রী ছিলো। তবে ভ্যানের সামান্য সামনে পড়ায় প্রাণে বেঁচে যান যাত্রীরা। গাছটি দ্রুত অপসারণের জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More