মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স

চুয়াডাঙ্গার গড়াইটুপিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলোচনাসভায় পরিচালক

লাবলু রহমান: ‘জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন, মাদক বিষয়ে হই সচেতন বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন, মুজিববর্ষের অঙ্গীকার করবো পরিহার’ স্লোগানকে সামনে রেখে গড়াইটুপি ইউনিয়ন পরিষদে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে লিফলেট বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গড়াইটুপি ত্রিমোহনী শাপলা মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাও. মহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক শরিয়ত উল্লাহ্ বলেন, মাদক কারবারিদের নিয়ে আমাদের কাছে কোনো তদবির আসে না। তদবির করার কোনো সুযোগ নেই। সরকার দেশকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স ভূমিকায় রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান করছি। আমরা আপনাদের সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করতে ঝুঁকি নিয়ে কাজ করছি। নির্মূল করতে না পারলেও হ্রাস করবো। মাদকাসক্তরা ইভটিজিং ও সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত থাকে। আপনারা জানেন ৫শ টাকার জন্য ছেলের হাতে মাকে খুনের মত ঘটনা ঘটেছিলো। মাদক একটি পরিবারের জন্য অভিশাপ। দেখা যায় মাদকের টাকা জোগাড় করার জন্য চুরি, ডাকাতি, রাহাজানির মত ঘটনা অহরহ ঘটছে। আজকাল মাদকের চেয়ে বেশি মারাত্মক মোবাইল ফোন। মোবাইল ফোন সন্তান কি কাজে ব্যবহার করে খেয়াল রাখতে হবে। সমাজকে মাদকমুক্ত করতে আপনাদের সহযোগিতা ও তথ্য আমাদের কাম্য। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওলাদ বিশ্বাস, আনছার আলী, ফজলুর রহমান, আ.লীগ নেতা শাহ আলম বাচ্চুসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More