মেহেরপুরে নতুন একজন করোনা আক্রান্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে আরও একজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস রোগীর সংখ্যা ২৩। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা শেষে এদিন রাতে নতুন ১২টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ হয়। এ নিয়ে এ পর্যন্ত মেহেরপুর জেলায় ৬ হাজার ৬১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় সর্বমোট ৯০৭ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭৯৮ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৫৩ জন, গাংনী উপজেলায় ২৫৩ জন ও মুজিবনগর উপজেলায় ৯২জন রয়েছেন। এছাড়া বাকী চিকিৎসাধীন ২৩জনের মধ্যে সদরে ৮জন, গাংনী উপজেলায় ১০জন ও মুজিবনগর উপজেলায় ৫জন রয়েছেন। মারা গেছেন ২০ জন। মারা যাওয়া ২০ জনের মধ্যে সদর উপজেলার ৯ জন, গাংনী উপজেলার ৯ জন ও মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৬ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৯ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার দুই জন রয়েছেন।