মেহেরপুর অফিস: মেহেরপুরে আছলিমা খাতুন নামে ডায়রিয়ায় আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে। কয়েকদিন ধরেই মেহেরপুরে বেড়েছে ডাইরিয়ার প্রকোপ। গত তিনদিনে হাসপাতালে ভর্তি হয়ে ২৫০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। ১০ শয্যার বিপরীতে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকছেন। শয্যা সংকটের কারণে রোগীরা বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন সেবিকারা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, পর্যাপ্ত ওষুধ রয়েছে, রোগীর চাপ বাড়লেও ওষুধ সঙ্কট হবে না। হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মখলেচুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রের্ফাডকৃত রোগী আছলিমা খাতুন জেনারেল হাসপাতালে এসে ভর্তি হন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নীরিক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।