‘সংযোগ’ চুয়াডাঙ্গাতে মানবকল্যাণে অসাধারণ কাজ করছে

চুয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ পুলিশ সুপার জাহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংযোগ কানেক্টিং পিপল নামের স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বুধবার সকাল ১০ টায় শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সংযোগ চুয়াডাঙ্গাতে বরাবরই মানবকল্যাণে অসাধারণ কাজ করে যাচ্ছে। করোনাকালীন সময়ে তারা অক্সিজেন সেবা দিয়েছে। দরিদ্রদের স্বাবলম্বী করণেও তারা কাজ করে যাচ্ছে। দুর্যোগোকালীন তাদের কার্যক্রম প্রশংসনীয়। আমাদের সকলের উচিৎ মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন বলেন, সংযোগ চুয়াডাঙ্গা টিমের কার্যক্রম জনহিতকর। দোয়া ও অভিনন্দন জানাই তাদেরকে। তারা তাদের এই কর্মকান্ড আরো প্রসার করবেন এই প্রত্যাশা করি।
সংযোগ চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক শাহরিয়ার সিয়াম বলেন, সংযোগ কানেক্টিং পিপল সারা বাংলাদেশে দশ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে সংযোগ। এর পরিপেক্ষিতে গতকাল
চুয়াডাঙ্গাতে প্রায় ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে সংযোগ চুয়াডাঙ্গা টিম। চুয়াডাঙ্গাতে দুর্যোগকালে সংযোগ বরাবরই এগিয়ে এসেছে সংযোগ। শীতের দরিদ্র মানুষের মাঝে উষ্ণতা পৌঁছে দিতে আমাদের এই শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচী। মানবকল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More