আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আর নেই: রাষ্ট্রীয় মার্যদায় দাফন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুরের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আর নেই (ইন্নালিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। গত ৯ অক্টোবর শনিবার রাত ১টার দিকে আলমডাঙ্গার কেন্দ্রীয় মসজিদপাড়ার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল রোববার অক্টোবর বেলা ১১টার দিকে কালিদাসপুর উত্তরপাড়া কবরস্থান প্রাঙ্গণে গার্ড অফ অনার শেষে দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা কালিদাসপুর উত্তরপাড়ার মৃত নায়েব আলী ম-লের ছেলে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা শহরের কেন্দ্রীয় মসজিদপাড়ায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন লিভার ও কিডনি রোগে ভূগছিল। সম্প্রতি কিডনি অপারেশনও করেছিল। শনিবার রাত ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে অক্সিজেন দেয়া হয়। পরে রাত ১টার দিকে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টাকালে নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে ২বার নির্বাচিত হয়েছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার অর্থ হিসেবে দায়িত্বে ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়ে, স্ত্রী-নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে নুর আব্দুল্লাহ স্বাস্থ্য সহকারী হিসেবে চাকরি করেন, মেজ ছেলে ৩ বছর আগে কুতুব উদ্দিন হৃদরোগে ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। সেজ ছেলে শাহ আলম বাংলাদেশ রেলওয়ে পুলিশ খুলনা জেলার আরএসবি কর্তরত আছেন। ছোট ছেলে মোহাম্মদ আলী বুলবুল বাংলাদেশ বেলওয়ে পুলিশ পাকশি জেলায় কর্তরত আছেন।
১০ রোববার বেলা ১১টার দিকে তার নিজ গ্রাম কালিদাসপুর উত্তরপাড়া ঈদগা ও কবরস্থানে রাষ্ট্রীয় মার্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনারে অংশ নেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি চৌকস পুলিশ দল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়ুন কবির, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার আবু হোসেন, আলমডাঙ্গার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা সাবেক চেয়ারম্যান মইনদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, ডা. সিরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, আনছার আলী, ওয়াজেদ আলী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলী, বীর মুক্তিযোদ্ধা নাজিমদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা তাইজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওহিমদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সিরাজ উদ্দিন, সাহাদৎ হোসেন, মহসীন আলী, আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম, আলমডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, জেলা কৃষক লীগের যুগ্মসম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন দিপক, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক একেএম রাসেল পারভেজ রাজু প্রমুখ। পরে জানাযা শেষে দাফনকার্য সম্পাদন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বড় ছেলে নুর আব্দুল্লাহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More