ঢাকার দুটি আসনে আ.লীগের প্রার্থী হতে চান ৭৪ জন

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের পাঁচটি শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অর্ধেকের বেশি ঢাকার দুই আসন থেকে লড়তে চান। রোববার বিকাল পর্যন্ত পাঁচটি আসনে মোট ১৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যার মধ্যে ৭৪ জনই ঢাকা-১৮ ও ঢাকা-৫ আসনের প্রার্থী হতে চান। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, পাঁচটি আসনে মোট ১৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা ১৮ আসনে ৫৫ জন ও ঢাকা ৫ আসনে ১৯ জন। সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও সাংসদ সাহারা খাতুন মারা যাওয়ায় ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসন শূন্য হয়েছে। এছাড়া সাংসদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন, শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন ও সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য রয়েছে।এসব আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে ১৭ আগস্ট থেকে মনোনয়ন ফরম বিতরণ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২৩ আগস্ট সন্ধ্যা পর্যন্ত ফরম বিক্রি ও জমা চলবে। ঢাকা-১৮ আসনে গত ১২ বছর ধরে সংসদ সদস্য হিসেবে ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এ আসনে নৌকার হাল ধরতে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী ম-ল, প্রয়াত সাহারা খাতুনের ভাগনে আনিসুর রহমানসহ ৫৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে যুব মহিলা লীগের সভাপতি নাজমা ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন ইউনিটের সাবেক ১০১ জন নেত্রীদের স্বাক্ষরিত সমর্থন নিয়ে মনোনয়ন তুলেছেন। ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল মনোনয়ন ফরম কিনেছেন। মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি কামরুল হাসান রিপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ মুন্নাসহ ১৯ জন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More