দেশে দুজনের ওমিক্রন শনাক্ত দিনের করোনায় মৃত্যু ৫

স্টাফ রিপোর্টার: বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আক্রান্ত দুই রোগীর সন্ধান মিলেছে বাংলাদেশে। তারা দুজনই বাংলাদেশের নারী ক্রিকেটার। আফ্রিকার দেশ জিম্বাবুয়ে সফর করে সম্প্রতি তারা দেশে ফেরেন। বর্তমানে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। ওমিক্রন শনাক্তের কারণে আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়া শুরু হতে পারে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জিম্বাবুয়েতে নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে যাওয়া বাংলাদেশ দল ঢাকায় পৌঁছুনোর পর সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সেখানে নমুনা পরীক্ষায় দুজনের করোনাভাইরাস পজিটিভ আসে। তার ছয় দিন পর গতকাল স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেন যে, ওই দুই খেলোয়াড় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। বুস্টার ডোজ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বয়স্কদের বুস্টার ডোজ দিচ্ছে। আমরাও বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার যারা আছে তাদের আমরা বুস্টার ডোজ দেব। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এটা শুরু হতে পারে। এজন্য জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের অপেক্ষায় আছি। এদিকে ওমিক্রন শনাক্তের খবর আসার দিনেই বেড়েছে করোনায় মৃত্যু। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। সবাই ছিলেন নারী। আগের দিন মারা গিয়েছিলেন ১ জন। তার আগের দিন কেউ মারা যাননি। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষায় ১৭৭ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.১৩ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ১২২ জন। প্রাণ হারিয়েছেন ৫ জন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন। মারা গেছেন ২৮ হাজার ২২ জন। গত এক দিনে মৃতদের বয়স ছিল ৩১ থেকে ৮০ বছরের মধ্যে। ঢাকা বিভাগে ৪ জন ও চট্টগ্রাম বিভাগে ১ জন মারা গেছেন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More