যতো সিট ততো যাত্রী নিয়ে চলবে বাস

স্টাফ রিপোর্টার: পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, যতো আসন তার সমান সংখ্যক যাত্রী নিয়েই গণপরিবহণ চলবে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এনায়েত উল্যাহ বলেন, অর্ধেক যাত্রী পরিবহণের যে সরকারি নির্দেশনা ছিল তা বাতিল করে নতুন নির্দেশনা জারি করা হবে বলে সড়ক পরিবহণ সচিব নজরুল ইসলাম তাকে মৌখিকভাবে জানিয়েছেন। এর আগে বুধবার বাসের ভাড়ার বাড়বে কি না সেই ব্যাপারে পরিবহণ মালিকদের সঙ্গে বৈঠকে বসেছিল বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৈঠকটি ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। তবে বৈঠকে পরিবহণ মালিকদের আগামীকাল শনিবার থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়েই বাস চালাতে বলা হয়েছিল।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More