চুয়াডাঙ্গায় সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার: আলোচনাসভা, কেক কাটা ও কার্যকরি কমিটির ফুলেল শুভেচ্ছা গ্রহণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ২৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা চত্বরে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন, সাধারণ সম্পাদক আলী হোসেন, উদিচী শিল্পগোষ্ঠীর আদিল হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নির্বাহী সদস্য মনিরুজ্জামান মালিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সোনা, শিল্পকলা একাডেমির পক্ষে আসলাম উদ্দীন তারা, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক কিশোর কুমার কু-ু প্রমুখ। আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর কার্যনির্বহী পরিষদের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন আজাহারুল ইসলাম, আলী হোসেন, আদিল হোসেন, শাবনুর, হাসান ও আসলাম উদ্দীন তারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আহসান খাঁন।